শিরোনাম

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বন্দরনগরী মারাকাইবোতে একটি সন্দেহভাজন কোকেন উৎপাদন কারখানায় বোমা হামলা চালিয়েছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে পেট্রো বলেন, ‘আমরা জানি, ট্রাম্প মারাকাইবোতে একটি কারখানায় বোমা হামলা করেছেন, যেখানে কোকেন তৈরির জন্য কোকা পেস্ট মেশানো হতো বলে আমাদের আশঙ্কা।’
তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের দিন নিশ্চিত করেছিলেন যে ভেনিজুয়েলায় মাদকবাহী নৌকার জন্য ব্যবহৃত একটি ডকিং এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তবে এটি একই স্থান কি না, তা স্পষ্ট নয়।
পেট্রোর দাবি অনুযায়ী, ওই স্থাপনাটি পরিচালনা করছিল কলম্বিয়ার গেরিলা সংগঠন ইএলএন। সংগঠনটি ভেনিজুয়েলা সীমান্তবর্তী কাতাতুম্বো অঞ্চলে প্রভাব বিস্তার করে রেখেছে, যা কোকেন উৎপাদনের জন্য পরিচিত এলাকা।
তিনি লেখেন, ‘এটা আসলে ইএলএন। তাদের মাদক পাচার ও উগ্র মতাদর্শের মাধ্যমে তারা ভেনিজুয়েলায় অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে।’
সোমবার ট্রাম্প বলেন, মার্কিন হামলাগুলো চালানো হয়েছে ‘ডক এলাকায়, যেখানে মাদকভর্তি নৌকাগুলোতে মালামাল তোলা হয়।’
এদিকে ভেনিজুয়েলা সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়িয়ে চলেছে। ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো একটি মাদক চক্র পরিচালনা করছেন। এর পাশাপাশি ভেনিজুয়েলার তেল ট্যাংকারের ওপর অবরোধ আরোপ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক বহনের অভিযোগে ৩০টিরও বেশি নৌযানে হামলা চালিয়েছে, যাতে শতাধিক মানুষ নিহত হয়েছে।