শিরোনাম

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের বিদায়ী শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিভাজন ও সংঘাতকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিভাজন সংঘাত ও সংকটকে আরও বাড়িয়ে তুলছে এবং যারা নিজেদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে আসা মানুষের প্রতি শত্রুতা বৃদ্ধি করছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর নেতৃত্বে নিজের এক দশকের কথা স্মরণ করে ফিলিপ্পো গ্র্যান্ডি এএফপিকে বলেন, সবচেয়ে উদ্বেগজনক ঘটনার একটি হলো বিভাজনগুলোর কারণে বিশ্বকে সংঘাত সমাধানে অক্ষম করে তুলেছে এবং এর পরিণতি মোকাবিলায় ক্রমশ অনিচ্ছুক হয়ে পড়েছে।
জাতিসংঘ শরণার্থী হাই কমিশনার হিসেবে শেষ সাক্ষাৎকারে ইতালীয় এই কূটনীতিক বলেন, ‘ভূ-রাজনীতির এই বিভাজন, যা এতগুলো সংকটের উত্থান ঘটিয়েছে, সম্ভবত সবচেয়ে উদ্বেগজনক বিষয়।’
তিনি আরও বলেন, ‘এই বিশ্ব শান্তি স্থাপন করতে অক্ষম এবং শান্তি স্থাপনে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়েছে।’