শিরোনাম

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : গত জুলাই মাস থেকে বন্দি থাকা কম্বোডিয়ার ১৮ জন সেনাকে বুধবার মুক্তি দিয়েছে থাইল্যান্ড।
দুই দেশের সীমান্তে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর টানা তিন দিন যুদ্ধবিরতি চলায় এই পদক্ষেপ নিল ব্যাংকক।
উভয় দেশের সরকারই বিষয়টি নিশ্চিত করেছে।
নমপেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়েকত্রা বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আটক সেনারা মুক্তি পেয়ে কম্বোডিয়ায় প্রবেশ করেছেন।’
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘সদিচ্ছা ও আস্থার প্রতীক হিসেবে’ ওই ১৮ সেনাকে কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
চলতি মাসে সীমান্তে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত এক ডজন মানুষ প্রাণ হারান এবং কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন।
গত শনিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দেশ দু’টি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর, সেখানকার পরিস্থিতির উন্নতি শুরু হয়।
উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
ঔপনিবেশিক আমলের এই সীমানা বিরোধের জেরে দুই দেশই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষসহ ওই অঞ্চলের মালিকানা দাবি করে আসছে।