বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬

রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনের সঙ্গে ঋণ বিষয়ে চুক্তি হয়নি 

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের জন্য বড় অঙ্কের ঋণ দিতে জব্দ করা রাশিয়ার সম্পদ ব্যবহারের বিষয়ে শুক্রবার চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র নেতারা। একজন ইইউ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তবে চলতি বছরের পরও, কিয়েভকে অর্থায়ন অব্যাহত রাখার জন্য একটি বিকল্প পরিকল্পনা নিয়ে রাতভর আলোচনা অব্যাহত রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইইউ’র কর্মকর্তা বলেন, ‘দীর্ঘ আলোচনার পর এটি স্পষ্ট হয়েছে যে ক্ষতিপূরণ ঋণের বিষয়ে আরও কাজ করা প্রয়োজন। কারণ নেতাদের বিস্তারিত বিষয়গুলো পর্যালোচনা করতে আরও সময় প্রয়োজন।’

তিনি আরও জানান, নেতারা এখন একটি অন্তর্বর্তীকালীন সমাধানে একমত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার আওতায় ইইউ’র যৌথ বাজেটের নিশ্চয়তায় সরাসরি ইউক্রেনের জন্য অর্থ ঋণ নেওয়া হবে।