শিরোনাম

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা যদি জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার বিষয়ে কোনো পরিকল্পনায় একমত হতে ব্যর্থ হন, তাহলে তা যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস সফরের আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি সব নেতার সঙ্গে কথা বলবো। আমাদের যুক্তি তুলে ধরবো। আমার দৃঢ় বিশ্বাস, আমরা একটি ইতিবাচক সিদ্ধান্ত পাবো। তা না হলে ইউক্রেনের জন্য বড় সমস্যা দেখা দেবে।’