বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৭

তথ্য ফাঁসের অভিযোগে ই-কমার্স কুপাংয়ে দক্ষিণ কোরিয়া পুলিশের তল্লাশি  

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার পুলিশ আজ মঙ্গলবার ই-কমার্স জায়ান্ট কুপাং-এর সদর দফতরে তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক একটি তথ্য ফাঁসকে কেন্দ্র করে এ তল্লাশি চালানো হয়। এতে ৩ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে করেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘কুপাং-এর সদর দফতরে তল্লাশি ও জব্দ অভিযান চালাচ্ছে’ এবং ‘ঘটনাটি সঠিকভাবে বোঝার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে।