শিরোনাম

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কি-না তা নিয়ে শুনানি করতে গতকাল শুক্রবার সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা সম্পন্ন মার্কিন সুপ্রিম কোর্ট এই আলোচিত মামলার শুনানির জন্য কোনো তারিখ নির্ধারণ করেনি। তবে সম্ভবত আগামী বছরের গোড়ার দিকে শুনানী এবং জুনে রায় দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কেউ স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার নাগরিক বলে উল্লেখ করে আইনের ওপর বিধিনিষেধ আরোপে ট্রাম্পের প্রচেষ্টাকে বেশ কয়েকটি নিম্ন আদালত অসাংবিধানিক বলে আটকে দিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই নির্বাহী আদেশে বলা হয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বা অস্থায়ী ভিসাধারী পিতা-মাতার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হবে না।
নিম্ন আদালতগুলো এই আদেশকে ১৪তম সংশোধনীর লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। তাতে বলা হয়েছে, যে সকল ব্যক্তি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে বা নাগরিকত্ব পাওয়া সব ব্যক্তি এবং এর এখতিয়ারের আওতায় থাকা ব্যক্তিরা বসবাসরত অঙ্গরাজ্যের নাগরিক।
ট্রাম্পের নির্বাহী আদেশের উদ্দেশ্য হলো—যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে কিংবা অস্থায়ী ভিসায় দেশে রয়েছে তাদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব সুবিধা না দেওয়া।
ট্রাম্প প্রশাসন আরও যুক্তি দিয়েছে যে গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৪তম সংশোধনীটি প্রাক্তন দাসদের অধিকারের কথা বলে, অনিবন্ধিত অভিবাসী বা অস্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সন্তানদের জন্য নয়।