বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:১৩

গাজা থেকে ফেরত আসা থাই জিম্মির মরদেহ শনাক্ত

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ফেরত আসা শেষের দিকের যে দুইজন জিম্মি ছিলেন তাদের মধ্যে দ্বিতীয় জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তিনি থাইল্যান্ডের নাগরিক।

জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পরিচয় নিশ্চিত করার সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ইসরাইলি বাহিনী (আইডিএফ) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সুধথিসাক রিন্থালকের পরিবারকে জানিয়েছেন যে তার মরদেহ ফিরিয়ে আনা হয়েছে।