শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার অধিকৃত পশ্চিম তীরের উত্তরে একটি নতুন ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।
সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা যৌথ বিবৃতিতে জানায়, তারা ‘উত্তর সামারিয়ার এলাকায় একটি ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে কার্যক্রম শুরু করেছে’।
পশ্চিম তীরের একটি অংশকে বোঝাতে ইসরাইলের বাইবেলীয় নাম ব্যবহার করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এএফপি’র এক প্রশ্নের জবাবে ইসরাইলি সেনাবাহিনী জানায়, এই অভিযানটি নতুন এবং এটি ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হওয়া সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ নয়।
ওই সন্ত্রাসবিরোধী অভিযান প্রধানত ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়ে আসছে।