শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী বুধবার অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি নতুন ‘সন্ত্রাসবাদবিরোধী’ অভিযানের ঘোষণা দিয়েছে।
জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা এক যৌথ বিবৃতিতে বলেছে, তারা উত্তর সামেরিয়া অঞ্চলে একটি বিস্তৃত সন্ত্রাসবাদবিরোধী অভিযানের অংশ হিসেবে কাজ শুরু করেছে।’
এএফপির এক প্রশ্নের জবাবে, ইসরাইলি সেনাবাহিনী বলেছে যে অভিযানটি নতুন।
এটি ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া তাদের সন্ত্রাসবাদবিরোধী অভিযানের অংশ নয়।
১৯৬৭ সাল থেকে ইসরাইল দখল করে থাকা পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের হামলার ফলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বৃদ্ধি পেয়েছে।
১০ অক্টোবর থেকে গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও যুদ্ধ থামেনি।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র এক পরিসংখ্যান অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীরা সহস্রাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের অনেকেই হামাস সদস্য। এছাড়া এই নিহতদের মধ্যে বেশ ক’জন বেসামরিক নাগরিকও রয়েছে।
ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ফিলিস্তিনিদের হামলা বা ইসরাইলি সামরিক অভিযানে সেনা এবং বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৪৪ জন ইসরাইলি নিহত হয়েছে।