বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:০১
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৫১

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : হংকংয়ের একটি আবাসিক ভবনে গত সপ্তাহের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। 

সোমবার পুলিশ  এতথ্য জানিয়েছে। 

হংকং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

এক সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র তসাং শুক-ইন বলেন, আজ বিকেল ৪টা পর্যন্ত নিশ্চিত মৃতের সংখ্যা ১৫১ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না।’