বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৬:৪৫

রাশিয়ায় ড্রোন হামলা চালিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করল ইউক্রেন

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) :  স্বাধীনতা দিবসেও রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববারের এ হামলায় রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়। এতে সাম্প্রতিক শান্তি তৎপরতার আশা ক্ষীণ হয়ে আসছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রচেষ্টা সত্ত্বেও শুক্রবার রাশিয়া বলেছে, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে কোনো বৈঠক হবে না। ফলে শান্তির সম্ভাবনা থমকে গেছে।

তিন বছর ধরে চলমান এ যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে শান্তি তৎপরতার মধ্যেও রাশিয়া ইউক্রেনের আরও ভূমি দখলে নিয়েছে। শনিবার দোনেৎস্ক অঞ্চলের দুটি গ্রাম দখল করার দাবি করেছে দেশটি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ইউক্রেন রোববার রাশিয়ায় নতুন করে ড্রোন হামলা চালায়। এর মধ্যে একটি ড্রোন পশ্চিম রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরিত হয়ে সেখানে আগুন লেগে যায়।

বিদ্যুৎকেন্দ্রটি জানায়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  তাছাড়া বিকিরণ স্তরও বৃদ্ধি পায়নি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইউক্রেনে রাশিয়ার পুরোদমে হামলার শুরু হওয়ার পর থেকে বারবার পারমাণবিক প্ল্যান্টগুলোর ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোনগুলো কিছু ক্ষেত্রে সরাসরি যুদ্ধ ক্ষেত্রের বাইরে শহরে আক্রমণ করছে। যেমন- সেন্ট পিটার্সবার্গেও হামলা চালানো হয়েছে, যা ফ্রন্টলাইন থেকে অনেক দূরের একটি শহর।

ফিনল্যান্ড উপসাগরের উস্ত-লুগা বন্দরের ওপর ১০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। যার ফলে রাশিয়ার শক্তি গ্রুপ নোভাটেকের একটি জ্বালানি টার্মিনালে আগুন ধরে যায়। 

এই খবর দিয়েছেন অঞ্চলটির গভর্নর আলেক্সান্ডার দ্রোজদেঙ্কো।

ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার আক্রমণের জবাবে ড্রোন হামলার ওপর নির্ভর করছে। বিশেষ করে তারা তেলের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, যা মস্কোর যুদ্ধের তহবিলের মূল উৎস। 

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ায় তেলের দাম উর্ধ্বগামী হয়েছে।

অন্যদিকে, ইউক্রেন জানায়, রাশিয়া রাতের বেলা তাদের ওপর একটি ব্যালিস্টিক মিসাইল ও ইরানের তৈরি ৭২টি ‘শাহেদ’ ড্রোন ছুড়েছে, যেগুলোর ৪৮টি এয়ারফোর্স ধ্বংস করে ফেলেছে।

ড্রোন হামলায় পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ৪৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর।