বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১২:২০

পুতিন-জেলেনস্কির বৈঠকের জন্য চাপ দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শনিবার কিয়েভ এবং মস্কোর মধ্যে বৈঠকের আহ্বান জানিয়ে ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক চাপ প্রয়োগে তার কণ্ঠস্বর যোগ করেছেন। জোহানেসবার্গ থেকে এএফপি এ খবর জানায়।

প্রিটোরিয়ার এক বিবৃতিতে বলা হয়, রামাফোসা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথোপকথনের সময় এই মন্তব্য করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ ধরে উভয় পক্ষের সঙ্গে কথা বলার পরে রাশিয়া-ইউক্রেন শীর্ষ সম্মেলনের আশা ম্লান হয়ে গেছে।

ট্রাম্প সোমবার এই বলে প্রত্যাশা বাড়িয়েছিলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কি মুখোমুখি দেখা করতে রাজি হয়েছেন। কিন্তু শুক্রবার তিনি এই দুই ব্যক্তিকে ‘তেল এবং ভিনেগার’- এর সঙ্গে তুলনা করেন।

কিয়েভ এবং মস্কো স্থবির শান্তি প্রচেষ্টার জন্য পরস্পরকে দোষারোপ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট রামাফোসা রাশিয়া, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক এবং ত্রিপক্ষীয় বৈঠকের গুরুত্বের ওপর জোর দিয়েছেন, যা যুদ্ধের অবসানের দৃঢ় প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়।’

তাদের আহ্বানের পর, জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় ‘রাশিয়ার নেতার সঙ্গে যেকোনো ধরনের বৈঠক’ করার জন্য তার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।

‘তবে, আমরা দেখতে পাচ্ছি যে মস্কো আবারও সবকিছুকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে,’ ইউক্রেনীয় নেতা এক্স-এ, গ্লোবাল সাউথকে ‘প্রাসঙ্গিক সংকেত পাঠাতে এবং রাশিয়াকে শান্তির দিকে ঠেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রিটোরিয়ার বিবৃতিতে বলা হয়েছে, রামাফোসা, বর্তমানে জি২০-র সভাপতিত্ব করছেন, তিনি ফরাসি ও ফিনিশ প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন এবং আগামী সপ্তাহগুলোতে ‘অন্যান্য ইউরোপীয় নেতাদের’ সঙ্গে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

রামাফোসা সোমবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন, যাকে তিনি অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে ‘প্রিয় মিত্র’ এবং ‘মূল্যবান বন্ধু’ বলে অভিহিত করেন।

তবে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর প্রথমবারের মতো, দক্ষিণ আফ্রিকা এই বছরের শুরুতে জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যেখানে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করা হয়েছে।