শিরোনাম
ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : চিলির অ্যান্টার্কটিক অঞ্চল ও দক্ষিণ ড্রেক প্যাসেজে বৃহস্পতিবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে।
সান্টিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জরিপ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ১৬ মিনিটে ৬ দশমিক ৭ মাইল (১০ দশমিক ৮ কিলোমিটার) গভীরতায় এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্প থেকে সুনামির কোনো হুমকি নেই বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।