শিরোনাম
ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তবে এর আগে তার মিত্রদেরকে ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ নিয়ে সম্মত হতে হবে, যাতে করে ভবিষ্যতে রাশিয়া ইউক্রেনে আর হামলা করতে না পারে।
বৃহস্পতিবার জেলেনস্কি সতর্ক করেন, উভয় পক্ষই আরও লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া দক্ষিণ ফ্রন্টলাইনে সৈন্য বাড়াচ্ছে এবং ইউক্রেন নতুন করে দূর-পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের ওপর রাশিয়ার সাড়ে তিন বছরের দীর্ঘ আগ্রাসন বন্ধে জেলেনস্কি ও পুতিনের সঙ্গে আলোচনায় মনোনিবেশ করেছেন।
এ বৈঠকের ফলে রাশিয়ান নেতা পুতিনকে বিচ্ছিন্ন করার দীর্ঘমেয়াদী পশ্চিমা নীতিতে পরিবর্তনে এসেছে।
জেলেনস্কি বলেন, ‘আমরা নিরাপত্তা নিশ্চয়তা কাঠামো নিয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে একটি বোঝাপড়ায় পৌঁছাতে চাই। আমাদেরকে বুঝতে হবে, কোন দেশ কী করবে এবং নির্দিষ্ট কোন সময়ে তারা কী করতে প্রস্তুত।’
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে মিত্রদের একটি দল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার জন্য একটি সামরিক কোয়ালিশন তৈরি করছে।
জেলেনস্কি বলেন, নিরাপত্তা নিশ্চয়তার খসড়া তৈরি হলে, ট্রাম্প পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক চান।
তবে তিনি বলেন, রাশিয়ান নেতার সঙ্গে বৈঠকটি ‘নিরপেক্ষ’ ইউরোপীয় দেশে হওয়া উচিত এবং মস্কোতে কোনো বৈঠক করা যাবে না।
তিনি বলেন, সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ায় বৈঠক করতে আমরা একমত। তুরস্ক একটি ন্যাটোভুক্ত দেশ এবং ইউরোপের অংশ। আমরা সেখানে বৈঠক করারও বিরোধী নই।
এদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়া গত রাতে ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা জুলাই মাসের মাঝামাঝি থেকে সবচেয়ে বড় হামলা। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেন, এই হামলা প্রমাণ করে, রাশিয়া শান্তি চুক্তির প্রতি মনযোগী নয়। যদিও গত কয়েকদিনে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা জোরালো হয়েছে।
এদিকে, জেলেনস্কি ঘোষণা করেছেন ইউক্রেন ‘ফ্লেমিঙ্গো’ নামক একটি দূর-পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।
তিনি সাংবাদিকদের বলেন, এটি সফলভাবে পরীক্ষা হয়েছে। বর্তমানে এটি আমাদের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র।