বাসস
  ২০ আগস্ট ২০২৫, ১৩:৫১

জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : ব্রিটিশ মুদ্রাস্ফীতি জুলাই মাসে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে। বুধবার সরকারি তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের শুরুর পর থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এ বৃদ্ধি যুক্তরাজ্যের সরকার ও অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

লন্ডন থেকে এএফপি এ খবর জানায়।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই মাসে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বার্ষিক মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৩.৮ শতাংশে, যা জুন মাসের ৩.৬ শতাংশ মুদ্রাস্ফীতির তুলনায় বেশি।