বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৩:৫৫

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ৫২ জন বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ৫২ জন বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এ তথ্য জানিয়েছে।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর গোমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মনুস্কো নামে পরিচিত মিশনটি জানিয়েছে, গত ৯ থেকে ১৬ আগস্টের মধ্যে উত্তর কিভু প্রদেশের বেশ কয়েকটি গ্রামকে লক্ষ্য করে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) হামলা চালিয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে মনুস্কো।

মনুস্কো জানিয়েছে, সহিংসতার পাশাপাশি অপহরণ, বাড়িঘর ভাঙচুর, যানবাহন লুটপাট এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সহিংসতায় জনগোষ্ঠীর সম্পত্তি ধ্বংস করা হয়েছে। ফলে, ইতোমধ্যেই তারা একটি অনিশ্চিত মানবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। 

এডিএফ মূলত প্রাক্তন উগান্ডার বিদ্রোহীদের দ্বারা গঠিত একটি সশস্ত্র গোষ্ঠী। কঙ্গোর সশস্ত্র বাহিনীর পাশাপাশি উগান্ডার সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও লুটপাট ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং উত্তর-পূর্ব ডিআরসিতে হাজার হাজার বেসামরিক লোককে হত্যা করেছে। 

নিরাপত্তা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, এই মাসে এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শনিবার থেকে রোববার রাতে উত্তর কিভুর ওইচা শহরে হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে।

স্থানীয় ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে, এডিএফ ইতিমধ্যেই উত্তর কিভু প্রদেশের বাপেরে সেক্টরের বেশ কয়েকটি শহরে কমপক্ষে ৪০ জনকে হত্যা করেছে।

বাপেরে সেক্টরের নাগরিক সমাজের সভাপতি স্যামুয়েল কাগেনি কাকুলে টেলিফোনে জানান, এই হামলার সময় আক্রমণকারীরা ‘ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে এবং মানুষকে তুলে নিয়ে গেছে’।

২০২১ সালের শেষের দিকে, কাম্পালা এবং কিনশাসা এডিএফ-এর বিরুদ্ধে ‘শুজা’ নামে একটি যৌথ সামরিক অভিযান শুরু করে, যা এখনও পর্যন্ত তাদের আক্রমণ বন্ধ করতে সফল হয়নি।