বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৩:২১

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করা হবে:  কিম 

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মঙ্গলবার দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার দ্রুত বাড়ানো হবে বলে জানিয়েছেন। 

তিনি আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়াকে যুদ্ধের উসকানি বলে উল্লেখ করেছেন।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কিম বলেন, ‘আমেরিকা-দক্ষিণ কোরিয়ার সামরিক আঁতাত ও শক্তি প্রদর্শনই তাদের যুদ্ধ শুরু করার ইচ্ছার সবচেয়ে স্পষ্ট নিদর্শন।’ 

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে নিবিড় সামরিক অনুশীলন ও পারমাণবিক অস্ত্রের প্রসার জরুরি।

কিমকে উদ্ধৃত করে সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

কিম সোমবার নৌবাহিনীর একটি নৌ ধ্বংসকারী  ‘চো হিওন’ পরিদর্শনে গিয়ে জাহাজটির অস্ত্র ব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, ‘নৌবাহিনীকে উচ্চ-প্রযুক্তি ও পারমাণবিক সজ্জিত করার কাজ পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে এবং অক্টোবরের মধ্যে এ লক্ষ্যপূরণ হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য বার্ষিক যৌথ মহড়া শুরু করেছে।

মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এগারো দিনের এই মহড়ায় ‘বেশ কয়েকটি বৃহৎ আকারের, লাইভ-ফায়ার প্রশিক্ষণ ইভেন্ট’ অন্তর্ভুক্ত রয়েছে। 

বিবৃতিতে একে ‘প্রতিরক্ষা-ভিত্তিক মহড়া’ বলে অভিহিত করা হয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শুক্রবার উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে ‘সম্মান’ করার ও ‘সামরিক আস্থা তৈরি করার’ প্রতিশ্রুতি দিয়েছেন। 

পিয়ংইয়ং সিউলের সঙ্গে সম্পর্ক উন্নত করার কোনও আগ্রহ নেই বলে বলার একদিন পর  মিয়ং এ কথা বলেন। 

জুন মাসে নির্বাচিত হওয়ার পর থেকেই লি জে মিয়ং প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে, তিনি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন এবং কোনো পূর্বশর্ত ছাড়াই সংলাপ চালিয়ে যাবেন।

লি’র এই ভাষণ উত্তর কোরিয়ার নেতা কিমের বোন কিম ইয়ো জং বলেছিলেন, দক্ষিণ কোরিয়া সঙ্গে উত্তরের ‘সম্পর্ক উন্নত করার কোনও ইচ্ছা নেই’।

তিনি উত্তর কোরিয়া তাদের সীমান্তের কাছে প্রচারণামূলক লাউডস্পিকার সরিয়ে নিচ্ছে এমন খবরও অস্বীকার করেছেন।