বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ২২:০৬

যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সোমবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগের সঙ্গে আলোচনায় জেলেনস্কি বলেন, ‘আমরা নিরাপত্তা নিশ্চয়তার কাঠামো নিয়ে কথা বলব। এটা আসলেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়।’