শিরোনাম
ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, রাশিয়াকে যুদ্ধের জন্য ‘পুরস্কৃত’ করা উচিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার কয়েক ঘণ্টা আগে এ কথা বলেন তিনি।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ইউক্রেন ও ইউরোপের ওপর চাপ অব্যাহত রাখতে এবং কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করে দিতে পুতিন প্রদর্শনমূলক হত্যাকাণ্ড চালাবেন। রাশিয়াকে এই যুদ্ধের জন্য পুরস্কৃত করা উচিত নয়।’