বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ১৩:০৯
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৫:১৭

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৫

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : রাশিয়া রাতভর ইউক্রেনের খারকিভ এলাকার একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক শিশুসহ পাঁচ ব্যক্তি  নিহত এবং অনেকেই  আহত হয়েছে বলে জানা গেছে।  

আজ সোমবার ওই এলাকার মেয়রের বরাত দিয়ে কিয়েভ  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছেন।

ওই অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছেন, সকালে রাশিয়ার ড্রোন হামলায় ভবনের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং কমপক্ষে ভবনের তিনটি তলায় আগুন লেগে যায়। হামলায় এখন পর্যন্ত শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। 

তিনি বলেন, রাশিয়া ওই ভবনে চারটি ড্রোন নিক্ষেপ করেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার এক ভিডিও পোস্টে দেখা গেছে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া এক বাসিন্দাকে বের করে আনার  চেষ্টা করছে। ভিডিওতে ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে ।

ইউক্রেনের প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, ‘দেড় বছর বয়সী একটি মেয়েসহ পাঁচ জন নিহত হয়েছে।’ 
রাশিয়ার ওই হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।

মেয়র ইগর তেরেখভ জানিয়েছেন, রাশিয়ার সীমান্তের কাছের শহরটিতেও কয়েক ঘন্টা আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার জানিয়েছেন, রাশিয়া সোমবার ভোরে দক্ষিণ ওডেসা অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। হামলার ফলে একটি জ্বালানি স্থাপনায় আগুন লেগে যায়। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্ররা সাড়ে তিন বছরের যুদ্ধের অবসানের লক্ষ্যে আলোচনার জন্য ওয়াশিংটনে আসার কথা, ঠিক তখন রাশিয়া এই হামলাগুলো চালিয়েছে।

জেলেনস্কির মার্কিন রাজধানীতে আগমনের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মুহূর্তের মধ্যেই যুদ্ধ বন্ধ করতে পারেন। 

তবে এজন্য ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের স্বপ্ন ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

২০১৪ সালে রাশিয়া কর্তৃক দখলকৃত দক্ষিণ উপদ্বীপ ক্রিমিয়াকে হস্তান্তরের চাপের বিরুদ্ধে জেলেনস্কি বারবার পিছু হটেছেন।