শিরোনাম
ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য রোববার রাতে ওয়াশিংটনে পৌঁছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সকল পক্ষই যুদ্ধের দ্রুত অবসান চায় এবং তিনি স্থায়ী শান্তির আহ্বান জানান।
জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ‘আমরা সকলেই দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে এই যুদ্ধের অবসান ঘটানোর দৃঢ় ইচ্ছা পোষণ করি।’ ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
তিনি সোমবার ইউরোপীয় নেতাদের একটি দলসহ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন।