বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৪:০১

ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেন সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে।

শনিবার এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আলাস্কায় বৈঠকের একদিন পর মস্কোয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন বলেন, বৈঠকটি ‘সময়োপযোগী’ এবং ‘খুবই ফলপ্রসূ’ ছিল, যা ক্রেমলিনের প্রকাশিত ছবিতে দেখা গেছে।

পুতিন বলেন, ‘এতদিন ধরে এই পর্যায়ে এমন সরাসরি আলোচনা আমাদের হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান শান্তভাবে এবং বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ পেয়েছি।’

পুতিন বলেন, ‘আলোচনাটি ছিল অত্যন্ত খোলামেলা, বিষয়ভিত্তিক, এবং আমার মতে, এটি আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্তের আরো কাছাকাছি নিয়ে এসেছে।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে ব্যাপক আক্রমণ শুরু করে। এই হামলায় হাজার হাজার মানুষ নিহত, বহু শহর ধ্বংসস্তূপে পরিণত এবং লাখ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।