বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৩:০৬

ইসরাইলকে পশ্চিম তীরে বসতি স্থাপন পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফ্রান্স

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : পশ্চিম তীরে হাজার হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এই প্রকল্পটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে।

প্যারিস থেকে এএফপি।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ফ্রান্স সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের একটি বিশেষ বিতর্কিত এলাকায় ৩,৪০০ বাড়ি নির্মাণের ইসরাইলি সিদ্ধান্তের নিন্দা জানায়। 

একাধিক দেশ জানিয়েছে যে ‘ই-১’ নামে পরিচিত এই প্রকল্প পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আশা দুর্বল করে দিচ্ছে।