শিরোনাম
ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : পাকিস্তানের উত্তরাঞ্চলে বর্ষাকালীন ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
পেশাওয়ার থেকে এএফপি জানায়, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে ৪৩ জন কিলবার-পাখতুনখোয়া প্রদেশের পর্বতাঞ্চলে মারা গেছেন।
আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান শাসিত কাশ্মিরে আরো সাত জনের মৃত্যু হয়েছে।