বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ২২:৫৬

উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস): উত্তর কোরিয়ার সেনাবাহিনী সীমান্তে উচ্চ শব্দে প্রোপাগান্ডা ছড়ানোর মাইকগুলো সরানো শুরু করেছে। আজ শনিবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

সিউল থেকে এএফপি জানায়, দুই দেশই ইতোমধ্যে সীমান্তের শূন্যরেখায় উচ্চস্বরে মাইক বাজানো থামিয়েছে।

গত জুনে প্রেসিডেন্ট লি জে মিয়ং নির্বাচিত হওয়ার পর সিউলের সামরিক বাহিনী জানিয়েছিল, তিনি (লি) পিয়ংইয়ংয়ের সঙ্গে উত্তেজনা কমাতে চান।

গত সোমবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর জন্য বাস্তব পদক্ষেপ হিসেবে তারা সীমান্তে নিজেদের স্থাপন করা মাইক সরাতে শুরু করেছে।

সীমান্তে উত্তর কোরিয়ার পক্ষ থেকে অদ্ভুত ও অস্থির শব্দ প্রচারের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়াও প্রতিবেশী দেশটির দিকে মাইক ঘুরিয়ে রেখে উচ্চস্বরে গান ও সংবাদ প্রচার করে। এতে সীমান্ত এলাকায় বিশেষ করে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা বড় ধরনের উপদ্রবের কবলে পড়ে।

লি জে মিয়ংয়ের প্রশাসন গত জুন মাসে উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধের একদিন পর উত্তর কোরিয়াও তাদের মাইক থামিয়ে দেয়।

শনিবার সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আজ সকালে খেয়াল করেছে, সীমান্তের কিছু অংশে উত্তর কোরিয়ার সৈন্যরা মাইক সরিয়ে নিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, পুরো এলাকা থেকে ডিভাইসগুলো সরানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমাদের সামরিক বাহিনী এ ধরনের কার্যকলাপ পর্যবেক্ষণ করবে।

পিয়ংইয়ং থেকে আবর্জনা ভর্তি বেলুন পাঠানোর প্রতিক্রিয়ায় সিউল গত বছর লাউডস্পিকারে গান ও সংবাদ শোনানো শুরু করেছিল। পরে উত্তর কোরিয়াও সীমান্তে মাইক বাজানোর পথে হাঁটে।