বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ১২:৫৯

পরিবেশগত 'বিপর্যয় বিল'র কিছু অংশে ভেটো দিয়েছেন লুলা

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শুক্রবার পরিবেশ সংক্রান্ত একটি বিলের কিছু বিধানে ভেটো দিয়েছেন।

কোম্পানিগুলোর জন্য পরিবেশগত অনুমতি সংগ্রহ করা সহজ করে তোলার লক্ষ্যে সম্প্রতি গৃহীত বিলটির বিরুদ্ধে পরিবেশবাদি গোষ্ঠীগুলোর চাপের মূখে তিনি এ ভেটো দিয়েছেন। ব্রাসিলিয়া থেকে এএফপি এ খবর জানায়।

বিলটিকে ‘বিপর্যয় (ডিভাস্টেটিং) বিল’ অভিহিত করেছেন বিরোধীরা। আইন প্রণেতাদের মাধ্যমে সম্প্রতি গৃহীত বিলটি রাষ্ট্রের ‘কৌশলগত’ বিবেচিত প্রকল্পগুলোর জন্য পরিবেশগত লাইসেন্সিং আইন শিথিল করে তুলতো।

তবে কিছু অনুমতির জন, কোম্পানির পরিবেশগত প্রতিশ্রুতির একটি সহজ ঘোষণার প্রয়োজন হত।

লুলা পরিবর্তে আমাজন নদীর মোহনায় একটি বিতর্কিত তেল মেগা-প্রকল্পের মতো কৌশলগত প্রকল্পের জন্য বর্তমান কঠোর লাইসেন্সিং নিয়ম পুনর্বহাল করেছেন। তবে সেগুলোর অনুমোদন বা প্রত্যাখ্যান করার জন্য এক বছরের সময়সীমা নির্ধারণ করেছেন।

পরিবেশমন্ত্রী মারিনা সিলভা তার ভেটো নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,  বেশ ক’টি আদিবাসী অঞ্চল ও পূর্ব উপকূল বরাবর বিস্তৃত আটলান্টিক বন বিশেষভাবে সুরক্ষিত করা হবে।

বেসরকারি সংস্থা এসওএস আটলান্টিক ফরেস্ট আইনটির বিরুদ্ধে ভেটো দেওয়ার আহ্বান জানিয়ে ১০ লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ করে। সংস্থাটি লুলার সিদ্ধান্তকে পরিবেশ সুরক্ষার জন্য ‘একটি বিজয়’ বলে অভিহিত করে একে স্বাগত জানিয়েছে।

পরিবেশ সুরক্ষায় বিশ্বব্যপী প্রচারণা চালানো সংস্থা গ্রিনপিসও এই বিষয়ে বামপন্থী  প্রেসিডেন্টের পদক্ষেপের প্রশংসা করেছে।

তবে ব্রাজিলের বৃহত্তম আদিবাসী অধিকার গোষ্ঠী এপিআআইবি-এর নির্বাহী সমন্বয়কারী এএফপিকে বলেন, প্রেসিডেন্ট পুরো বিলটি বাতিল না করায় তিনি হতাশ।

লুলার ভেটো এখন রক্ষণশীলদের আধিপত্য থাকা কংগ্রেসের মাধ্যমে অনুমোদিত হতে হবে।

নভেম্বরে আমাজন নগরী বেলেমে অনুষ্ঠেয় বার্ষিক জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে লুলার পরিবেশগত ভাবনা নিবিড়ভাবে দেখা হচ্ছে।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিষয়ে নেতৃত্বের ভূমিকা নিতে চাইলেও, দেশের উত্তর উপকূল বরাবর নিরক্ষীয় প্রান্তে খননে লুলার সমর্থন নিজের দেশে সমালোচনার সম্মুখীন করেছে।

তিনি যুক্তি দেন যে ব্রাজিলের জ্বালানি স্থানান্তরের অর্থায়নের জন্য তেলক্ষেত্র থেকে প্রাপ্ত রাজস্ব অপরিহার্য।