বাসস
  ০৮ আগস্ট ২০২৫, ২২:১০

ইসরাইলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : সৌদি আরব আজ শুক্রবার ইসরাইলের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং অবরুদ্ধ এই অঞ্চলে ফিলিস্তিনিদের ‘অনাহারে রাখা’ ও ‘জাতিগত নিধনের’ তীব্র নিন্দা জানিয়েছে।

রিয়াদ থেকে এএফপি জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তারা ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তের সবচেয়ে কঠোর ও জোরালো ভাষায় নিন্দা জানায়।

বিবৃতিতে আরো বলা হয়, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ চালিয়ে যাওয়ার জন্যও আমরা তীব্র নিন্দা জানাই।