বাসস
  ০৮ আগস্ট ২০২৫, ১২:২১

গাজা দখল পরিকল্পনার অনুমোদন ইসরাইলি মন্ত্রিসভায় 

ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূলের উদ্দেশ্যে গাজা শহরের নিয়ন্ত্রণ নিতে চান তিনি। 

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই উচ্চাভিলাষী পরিকল্পনা দেশটির যুদ্ধকালীন নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামাসকে ‘পরাজিত’ করার পরিকল্পনার অধীনে, ইসরাইলি সেনাবাহিনী ‘গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেবে। একইসঙ্গে,  যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা বিতরণ করবে।’