বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ২২:৫৫

‘রুশ বিরোধী প্রচারণার’ অভিযোগে ইতালীয় কূটনীতিককে তলব

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস): ইতালির গণমাধ্যমে ‘রুশ বিরোধী প্রচারণা’ চালানোর অভিযোগে চলতি সপ্তাহের শুরুতে একজন ইতালীয় কূটনীতিককে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মস্কো এ তথ্য জানিয়েছে।

মস্কো থেকে এএফপি জানায়, কূটনীতিককে তলবের ঘটনায় দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছে।

গত ৫ আগস্ট মস্কোয় ইতালির চার্জ ডি’অ্যাফেয়ার্সকে সমন জারি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালির গণমাধ্যমে রুশ বিরোধী প্রচারণা চালানোর ব্যাপারে জবাব দাখিল করতে বলা হয় তাকে।