বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১৯:৫৪
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২০:০২

জেলেনস্কির সঙ্গে বৈঠকের শর্ত পূরণ হয়নি : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কোলাজ : বাসস

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  যুদ্ধ বন্ধে  সরাসরি বৈঠকে বসার আহ্বান জানানোর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ ধরনের বৈঠকের জন্য ‘প্রয়োজনীয় শর্ত’ এখনও পূরণ হয়নি।

মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিনে তিনি সাংবাদিকদের বলেন, আমি নীতিগতভাবে এর (বৈঠকের) বিরোধিতা করি না, এটি সম্ভব। তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এখনও সেই শর্ত তৈরি করা থেকে আমরা অনেক দূরে রয়েছি।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর ধরে যুদ্ধ চলছে। এর আগে গত জুনে পুতিন বলেছিলেন, যুদ্ধ বন্ধে আলোচনা যখন ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছাবে, তখনই তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন।