বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১২:১৯

ট্রাম্পের শুল্ক হুমকিতে বৃহস্পতিবার ‘জরুরি বৈঠকে’ বসছে সুইস ফেডারেল সরকার

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : সুইজারল্যান্ডের ফেডারেল সরকার যুক্তরাষ্ট্র থেকে কর্মকর্তাদের ফিরে আসার পর বৃহস্পতিবার একটি "জরুরি বৈঠক" আয়োজন করবে। ওই কর্মকর্তারা ওয়াশিংটনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুইস পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ না করার জন্য বোঝানোর চেষ্টা করেছেন।

জেনেভা থেকে এএফপি এ সংবাদ জানায়।

সুইস ফেডারেল সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে,  যুক্তরাষ্ট্র থেকে শুল্ক প্রতিনিধিদল ফেরার পর ফেডারেল কাউন্সিল বৃহস্পতিবার দুপুরের শুরুতে একটি জরুরি বৈঠকে বসবে। বৈঠক শেষে একটি বিবৃতি প্রকাশ করা হবে।