বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১১:০৯

পূর্বাভাসকে ছাড়িয়ে জুলাই মাসে চীনের রপ্তানি বেড়েছে ৭.২ শতাংশ

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের অনিশ্চিত বাণিজ্য যুদ্ধ বিরতির মধ্যেও জুলাই মাসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭.২ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। 

বেইজিং থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে। 

গত মাসে চীনের বৈদেশিক রপ্তানি ব্লুমবার্গের পূর্বাভাসকৃত ৫.৬ শতাংশ বৃদ্ধির চেয়েও বেশি হয়েছে। একই সময়ে আমদানিও ৪.১ শতাংশ বেড়েছে, যেখানে পূর্বাভাস ছিল এক শতাংশ হ্রাস পাবে।