শিরোনাম
ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ভারতের রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখায় ওয়াশিংটনের মার্কিন শুল্ক বৃদ্ধির হুমকির পর বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মস্কো সফর করছেন।
নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানায়।
রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা ভারত, যা ইউক্রেনের ওপর মস্কোর সামরিক আক্রমণের আয়ের একটি প্রধান উৎস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি রাশিয়ান তেল কেনার কারণে ভারতীয় আমদানির ওপর ‘যথেষ্ট পরিমাণে’ শুল্ক বৃদ্ধির কথা বিবেচনা করছেন।
নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবে দৈনিক পত্রিকা ‘হিন্দু’ জানিয়েছে যে নিরাপত্তা প্রধান অজিত ডোভাল মঙ্গলবার রাতে মস্কোয় যাত্রা করেছেন। এদিকে এনডিটিভি জানিয়েছে, তিনি রাশিয়ায় রয়েছেন।
মস্কো সফররত ডোভালের মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফেরও দেখা হওয়ার কথা রয়েছে। উইটকফেরও রাশিয়ান নেতৃত্বে সাথে দেখা করার কথা রয়েছে।
ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনে তাদের আক্রমণ বন্ধ করতে, শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন নতুবা নতুন শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান তেল কেনা বন্ধ করার জন্য মার্কিন চাপ ‘অহেতুক ও অযৌক্তিক’ এবং ভারত তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে।
বিশ্লেষকরা বলেছেন, রাশিয়ার সামরিক সরঞ্জাম ও তেল কেনার ব্যাপারে ট্রাম্পের ক্ষোভ এই সত্যকে উপেক্ষা করে যে, শীতল যুদ্ধের পর থেকে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে রাশিয়া ভারতের সামরিক আমদানির ৭৬ শতাংশ সরবরাহ করেছে। সাম্প্রতিক বছরগুলোয় এই সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেলেও, ভারত এখনও মূলত রাশিয়ার ওপর নির্ভরশীল।