বাসস
  ০৬ আগস্ট ২০২৫, ১৩:১২

রাশিয়ায় পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের জন্য বুধবার মস্কো পৌঁছেছেন। 

তিনি রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ইউক্রেন সংকট সমাধানে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, স্টিভেন উইটকফের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি কিরিল দিমিত্রিভ দেখা করেছেন।