বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ১৭:৫৫

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ৪

কিয়েভ, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রেলস্টেশনে রাশিয়ার হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছে। আজ মঙ্গলবার ইউক্রেনের জাতীয় রেল কোম্পানি এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনিয়ান রেলওয়েজ জানিয়েছে, লোজোভা রেলওয়ের অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ওই পোস্টে আরো বলা হয়, সেখানকার একটি ইউনিটে কর্তব্যরত একজন মেকানিক নিহত হয়েছে এবং আরো চারজন রেলকর্মী আহত হয়েছে। আহতদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

লোজোভা মেয়র সের্গেই জেলেনস্কি জানান, দুই শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে এবং আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাপোরিঝিয়ার সামরিক প্রশাসন জানিয়েছে, পৃথক রুশ ড্রোন হামলায় সেখানে দুজন আহত হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে রাতভর ২৯টি ইরানি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে সময়সীমা বেঁধে দেওয়ার পর হামলার ঘটনাটি ঘটলো। ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়াকে নজিরবিহীন নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

তুরস্কের ইস্তাম্বুলে তিন দফা শান্তি আলোচনায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হয়েছে। এছাড়া উভয় পক্ষের মধ্যেই আগের চেয়ে বেশি দূরত্বের সৃষ্টি হয়েছে।

ট্রাম্প বলেছেন, তার দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহে রাশিয়া সফর করবেন। এসময় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে উইটকফের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।