বাসস
  ০৫ আগস্ট ২০২৫, ১৭:১৪

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ

ব্রাসিলিয়া, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ব্রাজিলের একজন বিচারক সোমবার দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে এ আদেশ দেয়া হয়েছে। 

ব্রাসালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে ক্ষমতা আঁকড়ে থাকার ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারোর বিচার চলছে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলসোনারোকে গৃহবন্দী করার এই উদ্যোগকে রাজনৈতিকভাবে প্রতিহিংসামূলক বলে বর্ণনা করেছেন। 

উল্লেখ্য, বিচারকার্য চলাকালে ৭০ বছর বয়সী বলসোনারোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ এবং জনগণের উদ্দেশ্যে দেয়া তার বক্তব্য শেয়ার দিতে তৃতীয় পক্ষগুলোকেও নিষেধ করা হয়।