শিরোনাম
ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজায় মানবিক করিডোর খোলা হলেই কেবল আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসিকে ইসরাইলি জিম্মিদের কাছে সাহায্য সরবরাহ করার অনুমতি দেওয়া হবে বলে রোববার ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
হামাসের সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, ‘(আমরা) ইসরাইলি বন্দীদের খাবার ও ওষুধ সরবরাহের জন্য রেড ক্রসের যেকোনো অনুরোধের ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত। তবে, আমরা গাজা উপত্যকার সমস্ত অঞ্চলে খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য মানবিক করিডোর খোলার ওপর আমাদের গ্রহণযোগ্যতার শর্ত দিচ্ছি’।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আটক জিম্মিদের খাবার সরবরাহে আইসিআরসিকে সাহায্য করার অনুরোধ করার পর এবং সংস্থাটি এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে ‘জিম্মিদের সাথে যোগাযোগের অনুমতি দেওয়ার আহ্বান’ প্রকাশ করার পর এই প্রতিক্রিয়া জানানো হয়।