বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ১১:২৬

নিউজিল্যান্ডের সাবেক পুলিশ কর্মকর্তা শিশু যৌন নির্যাতন সামগ্রী রাখার দায়ে অভিযুক্ত

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ডের সাবেক ডেপুটি পুলিশ কমিশনার শিশু যৌন নির্যাতন সামগ্রী রাখার দায়ে সোমবার আদালতে অভিযুক্ত হয়েছে।

ওয়েলিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পুলিশ কর্মকর্তা জেভন ম্যাকস্কিমিংকে জুন মাসে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে আপত্তিকর জিনিসপত্র রাখার দায়ে আটটি অভিযোগ করা হয়। তবে আদালত সংবাদ মাধ্যমকে তার নাম বা মামলার অন্যান্য বিবরণ প্রকাশ করতে নিষেধ করে।

সোমবার ওয়েলিংটন জেলা আদালতে হাজির হয়ে ম্যাকস্কিমিং আদালতের আদেশের মেয়াদ বাড়ানোর আবেদন না করার সিদ্ধান্ত নেন।

তার আইনজীবী লেটিজিয়া অর্ড বিচারক টিম ব্ল্যাককে বলেন, ‘নাম গোপন রাখার বিষয়ে আর কোনও আবেদন নেই। এটা মেনে নেওয়া হচ্ছে যে এটি আজই বাতিল হতে পারে।

তিনি এখনও কোনও আবেদন করেননি।

আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় জনসাধারণের জন্য কোনও বার্তা আছে কিনা জানতে চাইলে ম্যাকস্কিমিং বলেন: ‘না’।

৫২ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে শিশু যৌন সামগ্রী রাখা এবং পাশবিকতার অভিযোগ রয়েছে।

একটি অভিযোগে বলা হয়েছে যে অপরাধগুলো গত জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে সংঘটিত হয়েছে।

ম্যাকস্কিমিংকে ২০২৪ সালের ডিসেম্বরে পূর্ণ বেতনে চাকরি থেকে বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

এই অভিযোগগুলোর বিস্তারিত জানানো হয়নি।

তিনি মে মাসে পদত্যাগের আগে ছয় মাস ছুটিতে ছিলেন। বিচারক ব্ল্যাক ম্যাকস্কিমিংকে জামিনে রিমান্ডে দিয়েছেন এবং নভেম্বরে তিনি আদালতে হাজির হবেন।