শিরোনাম
ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস): জাপান চলতি বছরের জুলাই মাসে ১৮৯৮ সাল থেকে রেকর্ডকৃত ইতিহাসের মধ্যে সবচেয়ে গরম মাস পার করেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে তারা সতর্ক করেছে যে আগামি মাসেও ‘চরম গরম’ অব্যাহত থাকবে।
টোকিও থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। জাপানও তার ব্যতিক্রম নয়।
জাপানের আবহাওয়া সংস্থা শুক্রবার জানায়, চলতি জুলাই মাসে গড় তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড়ের তুলনায় রেকর্ড ২.৮৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এটি ছিল টানা তৃতীয় বছর যখন জুলাই মাসে রেকর্ড গড় তাপমাত্রা দেখা গেছে।
চলতি বছরের ৩০ জুলাই, পশ্চিম জাপানের হিয়োগো অঞ্চলে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা জাপানে এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ।
'চরম গরম' অব্যাহত থাকবে
আবহাওয়া সংস্থা জানিয়েছে, ‘পরবর্তী মাসেও দেশজুড়ে চরম গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’
এছাড়াও, জুলাই মাসে জাপানের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত ছিল অত্যন্ত কম। বিশেষ করে জাপান সাগর সংলগ্ন উত্তরাঞ্চলে বৃষ্টিপাত ছিল রেকর্ড পরিমাণে কম। জাপানের পশ্চিমাঞ্চলে বর্ষা মৌসুম স্বাভাবিকের চেয়ে তিন সপ্তাহ আগে শেষ হয়েছে, যা আরও একটি নতুন রেকর্ড।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, উষ্ণ জলবায়ুর কারণে জাপানের ঐতিহ্যবাহী চেরি ফুলগুলো আগেভাগে ফুটে যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ফুটছেও না, কারণ শরৎ ও শীত যথেষ্ট ঠান্ডা না হওয়ায় ফুল ফোটার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
গত বছর জাপানের বিখ্যাত ফুজি পর্বতের বরফঢাকা চূড়া দীর্ঘতম সময় পর্যন্ত অনুপস্থিত ছিল। এটি সাধারণত অক্টোবরের শুরুতে দেখা গেলেও এবার নভেম্বরের শুরু পর্যন্ত দেখা যায়নি। এটি ইতিহাসে দীর্ঘতম বিলম্ব হিসেবে রেকর্ড হয়েছে।