শিরোনাম
ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই মাসের দুর্বল চাকরির প্রতিবেদনের প্রেক্ষিতে শুক্রবার ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারগুলো বড় ধরনের পতনের মাধ্যমে সপ্তাহ শেষ করেছে, যা মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
নিউ ইয়র্ক থেকে এএফপি এ সংবাদ জানায়।
যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি সূচকই ১.২ শতাংশ বা তার বেশি হারে পড়ে যায়। শ্রম বিভাগ জানিয়েছে, জুলাই মাসে প্রত্যাশার চেয়ে অনেক কম চাকরি সৃষ্টি হয়েছে এবং পূর্ববর্তী দুই মাসের চাকরির সংখ্যা নিচের দিকে সংশোধন করা হয়েছে।
সিএফআরএ রিসার্চের স্যাম স্টোভাল বলেন, বিনিয়োগকারীরা কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ছেন যে এই অর্থনীতি আমাদের আগের ধারণার চেয়ে দ্রুত মন্থর হচ্ছে।
ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩,৫৮৮.৫৮ পয়েন্টে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১.৬ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ৬,২৩৮.০১ পয়েন্ট। প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক ২.২ শতাংশ পড়ে ২০,৬৫০.১৩ পয়েন্টে।
শ্রম বিভাগের তথ্যমতে, জুলাই মাসে মার্কিন অর্থনীতিতে মাত্র ৭৩,০০০টি চাকরি যুক্ত হয়েছে। যেখানে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪.২ শতাংশ, যা জুনে ছিল ৪.১ শতাংশ।
জুন ও মে মাসের চাকরির সংখ্যা মিলিয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার কমিয়ে সংশোধন করা হয়েছে।
প্রতিবেদনটি এমন এক মুহূর্তে প্রকাশিত হয়েছে যখন বিনিয়োগকারীরা সাম্প্রতিক সপ্তাহগুলিতে রেকর্ডের ধারাবাহিকতার পরে বাজারকে অতিমূল্যায়িত করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ব্রিফিংডটকমের বিশ্লেষক প্যাট্রিক ও'হেয়ার বলেন, কিছু বিক্রি করার জন্য অনেক অজুহাত রয়েছে। আজকের প্রধান হল বেতনের তথ্য।
চাকরির তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার নাটকীয়ভাবে কমে গেছে, কারণ বাজার এখন ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল বলে বিবেচনা করছে এবং মনে করছে ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে।
ও'হেয়ার বলেন, ‘বাজার মনে করে ফেডের সুদের হার কমানো উচিত এবং তথ্যের কারণে সেপ্টেম্বরে সুদের হার কমানো হবে।’
তিনি আরও জানান, বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর আশাব্যঞ্জক আয়ের প্রতিবেদনের পরও বাজারের দুর্বল প্রতিক্রিয়া বিনিয়োগকারীদের হতাশ করেছে। শুক্রবার অ্যাপল তার প্রত্যাশার চেয়ে ভালো আয় প্রকাশ করলেও এর শেয়ারদর ২.৪ শতাংশ কমে যায়।