বাসস
  ০২ আগস্ট ২০২৫, ১৪:৪৬

গিনিতে জুনের শেষের দিক থেকে শুরু হওয়া ভারী বর্ষণে ৩০ জনের প্রাণহানি

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : গিনির রাজধানী ও আশেপাশের এলাকায় জুনের শেষের দিক থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার প্রকাশিত নতুন এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

জাতীয় জরুরি ও মানবিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (আংগুচ) জানায়, বুধবার রাতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটিতে ২৮ জুন থেকে আরও ১৫ জনের মৃত্যুর খবর জানায়। 

আংগুচ-এর উদ্ধৃতি দিয়ে কোনাক্রি থেকে এএফপি জানায়, এছাড়াও, বন্যায় সর্বশেষ তিনজন নিখোঁজ রয়েছে।

কোনাক্রি শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যার ফলে প্রাণহানি এবং উল্লেখযোগ্য পরিমাণে বস্তুগত ক্ষতি হয়েছে।

জলের ধারে ঘুমিয়ে থাকাকালে বেশ ক’টি পরিবার  আকস্মিক বন্যায় হতবাক হয়ে পড়ার উল্লেখ করে সংস্থাটি জানায়, আকস্মিক বন্যা, ঘরবাড়ি ধস, ভূমিধস ও বেশ ক’টি পাড়ায় বন্যার কারণে’ সর্বশেষ এই মৃতের সংখ্যা বৃদ্ধির কারণ।