বাসস
  ০১ আগস্ট ২০২৫, ১৯:৪৫

আফগান নাগরিকদের ফেরত পাঠাতে পাকিস্তানের নতুন আহ্বান

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : পাকিস্তান শুক্রবার আবারও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আফগান অভিবাসীদের দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে, যার ফলে হাজার হাজার আফগান নাগরিক সীমান্তের দিকে ছুটে যান বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত কয়েক দশকে বিভিন্ন যুদ্ধের হাত থেকে বাঁচতে এবং ২০২১ সালে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় ফেরার পর বিপুল সংখ্যক আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নেন।

২০২৩ সালে প্রথম শুরু হওয়া বহিষ্কার অভিযান চলতি বছরের এপ্রিলে আবার চালু করা হয়। পাকিস্তান সরকার শত শত হাজার আফগান নাগরিকের আবাসন অনুমতিপত্র বাতিল করে দেয় এবং দেশ না ছাড়লে তাদের গ্রেফতারের হুমকি দেয়।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে এএফপি জানায়, কোয়েটার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মেহের উল্লাহ এএফপিকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ পেয়েছি, যাতে সম্মানজনক এবং সুশৃঙ্খল উপায়ে সকল আফগানকে ফেরত পাঠাতে একটি নতুন অভিযান চালানোর কথা বলা হয়েছে।’

আফগানিস্তানের সঙ্গে বেলুচিস্তান প্রদেশের সীমান্ত রয়েছে এবং এই দুই অঞ্চলের মধ্যে দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান।

চামান সীমান্ত এলাকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাবিব বিঙ্গালজাই জানান, শুক্রবার সেখানে প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ মানুষ ফেরার অপেক্ষায় ছিলেন।

সীমান্তের অপর পাশে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে শরনার্থী নিবন্ধন বিভাগের প্রধান আব্দুল লতিফ হাকিমি বলেন, তারা শুক্রবার আফগান নাগরিকদের ফিরে আসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানতে পেরেছেন।

ইসলামাবাদ আফগানদের ‘সন্ত্রাসী ও অপরাধী’ হিসেবে আখ্যা দিলেও বিশ্লেষকরা মনে করেন, এই বহিষ্কারের উদ্দেশ্য মূলত সীমান্ত অঞ্চলে জঙ্গিবাদ দমন করতে তালেবান সরকারকে চাপ দেওয়া।

২০২৩ সাল থেকে এ পর্যন্ত এক মিলিয়নেরও বেশি আফগান নাগরিক পাকিস্তান ছেড়েছেন, যার মধ্যে এপ্রিল থেকে ২ লাখেরও বেশি।

এপ্রিল মাসে শুরু হওয়া এই অভিযানে টার্গেট করা হয়েছিল সেই ৮ লক্ষাধিক আফগান নাগরিককে, যাদের অস্থায়ী বসবাসের অনুমতিপত্র ছিল—তাদের মধ্যে কেউ কেউ পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন বা কয়েক দশক ধরে বসবাস করছেন।

নিরাপত্তা ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের কিছু জনগণ আফগান জনগণকে আর আশ্রয় দিতে অনিচ্ছুক হয়ে উঠেছেন, এবং এই বহিষ্কার অভিযানে ব্যাপক জনসমর্থন রয়েছে।

আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে বেলুচিস্তানে জাতিগত বিদ্রোহ এবং উত্তর-পশ্চিমে পাকিস্তানি তালেবান ও তাদের মিত্রদের সাথে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রচণ্ড চাপের মুখে রয়েছে।

গত বছর পাকিস্তানে এক দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে এবং সরকার প্রায়ই এসব হামলার জন্য আফগান নাগরিকদের দায়ী করে।

এছাড়া প্রতিবেশী ইরানও আফগানদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালাচ্ছে, যার ফলে ইতিমধ্যেই ১৫ লাখেরও বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে।

তালেবান-শাসিত আফগানিস্তান বর্তমানে দীর্ঘমেয়াদী মানবিক সংকটে ভুগছে, যেখানে নারীদের শিক্ষার অধিকাংশ সুযোগ এবং কর্মসংস্থান নিষিদ্ধ করা হয়েছে।