শিরোনাম
ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনের কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ‘এর আগে দুই শিশুসহ মৃতের সংখ্যা ছিল ১৬ জন। আজ শুক্রবার ‘উদ্ধারকারী দল সভিয়াতোশিনস্কি জেলার আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে আরো ১০টি মৃতদেহ উদ্ধার করার পর বর্তমানে মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে।’
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়ার হামলায় ১৬ জন শিশুসহ ১৫৯ জন আহত হয়েছে।
আজ শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন। অঞ্চলটির সামরিক প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবারের বোমা হামলার পর কিয়েভে শোক পালন করা হচ্ছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার বড় আক্রমণ শুরু করার পর থেকে রাজধানীতে দেখা সবচেয়ে ভয়াবহ ঘটনা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার তার মিত্রদের রাশিয়ায় ‘শাসন পরিবর্তন’ আনার আহ্বান জানিয়েছেন।
হামলার কয়েক ঘন্টা পরে তিনি এ আহ্বান জানান ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে, মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হবে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি রাশিয়া যা করছে তা ন্যক্কারজনক। আমি মনে করি এটি ঘৃণ্য।’
গত সোমবার, মার্কিন প্রেসিডেন্ট মস্কোকে তাদের আক্রমণ বন্ধ করার জন্য ‘১০-১২’ দিনের সময় দিয়েছেন, যাতে তারা তাদের আক্রমণ বন্ধ করে, অন্যথায় নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন চতুর্থ বছরে পা দিচ্ছে।