বাসস
  ৩০ জুলাই ২০২৫, ১৩:৫৫

সাংহাইতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় কো-মে

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : ঘূর্ণিঝড় কো-মে সাংহাইয়ের দিকে এগিয়ে আসায় শহরটি থেকে প্রায় ২ লাখ ৮৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার জানিয়েছে, ঘূর্ণিঝড়টি প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাস নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘গতকাল রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ২ লাখ ৮২ হাজার ৮শ’ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

সাম্প্রচার মাধ্যমটি আরো জানায়, যাদের সরানো দরকার ছিলো, তাদের সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।