বাসস
  ৩০ জুলাই ২০২৫, ১১:৪৫

রাশিয়ার হামলায় ইউক্রেনের ৩ সেনা নিহত, আহত ১৮ 

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়া মঙ্গলবার ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে। ওই হামলায় কমপক্ষে ইউক্রেনের তিন সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের দক্ষিণে রাতভর হামলায় এক গর্ভবতী নারী এবং এক ডজন বন্দী নিহত হওয়ার পর রাশিয়া এই হামলা চালায়।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদক্ষেপ না নিলে নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার জন্য ১০ দিনের সময়সীমা দেওয়ার পর, ক্রেমলিন এখন চতুর্থ বছরে পদার্পণকারী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য তীব্র চাপের মুখে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র স্থল বাহিনীর প্রশিক্ষণ ইউনিটের একটিতে আঘাত  হেনেছে।  তবে, কোন  ইউনিটে আঘাত করেছে তা নির্দিষ্ট করে বলেনি।

ইউক্রেনীয় সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, ‘রাশিয়ার হামলায় কমপক্ষে তিন সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছে’।

সেনাবাহিনী  জানিয়েছে, আগের রাতে, দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলের বিলেনকিস্কা পেনাল কলোনিতে রাশিয়ার ধারাবাহিক হামলায় কমপক্ষে ২৫ জন বেসামরিক লোক নিহত হয়। যার মধ্যে ২৩ বছর বয়সী একজন গর্ভবতী নারী এবং এক ডজনেরও বেশি বন্দী ছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ইচ্ছাকৃতভাবে কারাগার লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছেন। বিচার মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ওই হামলায় ১৭ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়েছে।

ক্রেমলিন এই দাবি অস্বীকার করেছেন, মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়ান সেনাবাহিনী বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে হামলা করে না’।

ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বন্ধের সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে ১০-১২ দিন করার কথা বলার কয়েক ঘন্টা পরেই এই হামলাগুলো ঘটে।

কয়েক ঘন্টা পরে, ট্রাম্প ১০ দিনের সময়সীমা দৃঢ় করে ‘শুল্ক এবং অন্যান্য বিষয়ে’ হুমকি দেন, একই সাথে এই পদক্ষেপগুলো কাজ করবে কিনা তা না জানার কথাও স্বীকার করেন।

পেসকভ বলেন, মস্কো ‘বিষয়টি লক্ষ্য করেছে’ এবং ‘ইউক্রেনের চারপাশের সংঘাত সমাধান এবং আমাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য শান্তি প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।