বাসস
  ২৯ জুলাই ২০২৫, ১৪:৩৭

হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। 

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘে ইসরাইল ও ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক এক সম্মেলনে মুস্তফা বলেন, ‘ইসরাইলকে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে এবং হামাসকে উপত্যকার ওপর থেকে তার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে।’ 

তিনি আরো বলেন, ‘হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তার অস্ত্র হস্তান্তর করতে হবে।’