বাসস
  ২৯ জুলাই ২০২৫, ১৪:০৭

ইসরায়েলি হামলায় গাজায় নারী ও শিশুসহ ৩০ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজার কেন্দ্রীয় নুসাইরাত জেলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা সিটি, ফিলিস্তিনি অঞ্চল থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নুসাইরাত শরণার্থী শিবিরে বেশ কয়েকটি বেসামরিক বাড়ি লক্ষ্য করে  হামলা চালানো হয়। হামলাগুলো রাতভর ও মঙ্গলবরার সকাল পর্যন্ত চলে।