বাসস
  ২৮ জুলাই ২০২৫, ১২:২৫

আইভরি কোস্টে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি, আহত ৫১

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) :  আইভরি কোস্টের উত্তরাঞ্চলে রোববার এক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছে। একটি ট্রাক এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্র্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রোববার  স্থানীয় সময় সকাল ৬ টার দিকে (০৬০০ জিএমটি) আইভরি কোস্টের সান পেড্রো থেকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগুতে যাওয়ার সময় একটি বাস এবং ক্রেন লাগানো একটি ডাম্প ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। 

আফ্রিকার অনেক দেশের মতো, আইভরি কোস্টেও কিছু রাস্তার অবস্থা খারাপ এবং অসংখ্য যানবাহনের পাশাপাশি বেপরোয়া গতির কারণে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে।