বাসস
  ২৭ জুলাই ২০২৫, ২১:০২

গাজায় ত্রাণের রুট খুলে দেওয়ার পর জাতিসংঘের আর ‘অজুহাতের সুযোগ নেই’: নেতানিয়াহু

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): ইসরাইলের সেনাবাহিনী গাজা উপত্যকায় মানবিক সহায়তার রুট খুলে দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘকে দোষারোপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

জেরুজালেম থেকে এএফপি জানায়, রোববার একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, ‘রুট নিরাপদ রয়েছে। সবসময়ই ছিল, তবে আজ থেকে তা আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। এখন আর কোনো অজুহাত চলবে না।’