বাসস
  ২৫ জুলাই ২০২৫, ১৭:২২

ভেনেজুয়েলায় তেল উত্তোলনের জন্য আবারও যুক্তরাষ্ট্রের অনুমোদন পেয়েছে শেভরন 

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস): ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তেল জায়ান্ট শেভরনকে আবারও ভেনেজুয়েলায় তেল উত্তোলনের অনুমতি দিয়েছে। এ অনুমতির মাধ্যমে মে মাসে স্থগিত হওয়া লাইসেন্সটি পুনর্বহাল করা হয়েছে।

কারাকাস থেকে এএফপি জানায়, টেলিভিশন নেটওয়ার্ক টেলেসুরকে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, শেভরনকে জানানো হয়েছে যে তারা ভেনেজুয়েলায় তাদের কার্যক্রম চালিয়ে যেতে লাইসেন্স পেয়েছে। তবে ওয়াশিংটন এখনো এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অন্যদিকে এএফপিকে পাঠানো এক বিবৃতিতে মাদুরোর ঘোষণার সত্যতা স্বীকার বা অস্বীকারও করেনি শেভরন।

শেভরনের মুখপাত্র বিল টুরেন বলেন, শেভরন বিশ্বব্যাপী তার ব্যবসা পরিচালনা করে বিদ্যমান আইন ও নিয়মকানুনের আওতায়। যার মধ্যে মার্কিন সরকারের প্রদত্ত নির্ধারিত নিষেধাজ্ঞার কাঠামো বিশেষ করে ভেনেজুয়েলাও অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে শেভরনের লাইসেন্স বাতিলের ঘোষণা দেন। তার পূর্বসূরি জো বাইডেন ২০২২ সালে মার্কিন তেল কোম্পানিগুলোর ভেনেজুয়েলায় কার্যক্রম চালানোর অনুমতি ফিরিয়ে দিয়েছিলেন, ট্রাম্পের প্রথম দফার শাসনে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে।

শেভরনের লাইসেন্স মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়ে যায় এবং তারা জানায়, নতুন নিষেধাজ্ঞা মেনে চলার অংশ হিসেবে তারা দক্ষিণ আমেরিকার দেশটিতে তেল উত্তোলন বন্ধ করে দেয়।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শেভরন একটি নতুন চুক্তির আওতায় পুনরায় কার্যক্রম শুরু করবে।

কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক উত্তেজনাপূর্ণ। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র মাদুরোর পুননির্বাচনকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে। যেটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ জালিয়াতিমূলক নির্বাচন হিসেবে বিবেচনা করেছিল। এরপর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তেল রফতানি নিষেধাজ্ঞা আরোপ করে। তবে উভয় পক্ষের মধ্যে আলোচনা চালু রয়েছে।

গত সপ্তাহে একটি চুক্তির আওতায় ভেনেজুয়েলা কয়েকজন মার্কিন বন্দিকে মুক্তি দেয় এবং এর বিনিময়ে এল সালভাডরে আটক ২৫২ জন ভেনেজুয়েলান অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়।